পাবলিক টয়লেটের ওপর বসতঘর!
সিরাজগঞ্জের তাড়াশ পৌর পাবলিক টয়লেটের ওপর বসতঘর নির্মাণ করে সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন লক্ষণ বাঁশ ফোঁর নামের এক ব্যক্তি। এতে সরকারি স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে তাড়াশ বাজারের কয়েকজন দোকানদার বলেন, পাবলিক টয়লেটের ওপর বসতি করার কারণে ঝুঁকি বেড়েছে। এটি ভেঙে পড়ে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে।
তাড়াশ পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর তাড়াশ বাজারের পুরোনো নিউমার্কেটের ভেতরে ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পৌর পাবলিক টয়লেট নির্মাণ করা হয়। এরপর এক বছরের জন্য ৩০ হাজার টাকায় ইজারা দেওয়া হয় তাড়াশ গ্রামের মৃত গনেশ চন্দ্র বাঁশ ফোঁর ছেলে লক্ষণ বাঁশ ফোঁরের কাছে।
জানতে চাইলে ইজারাদার লক্ষণ বাঁশ ফোঁর বলেন, ‘স্ত্রী-সন্তানদের নিয়ে আমার বসবাসের জায়গা নেই। নিরূপায় হয়ে পৌর পাবলিক টয়লেটের ওপর বসতঘর করে আছি।’
সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, তাড়াশ পৌর পাবলিক টয়লেটের ওপর ইটের গাঁথুনি আর টিনের চালের দুই কক্ষের বসতঘর নির্মাণ করেছেন লক্ষণ বাঁশ ফোঁর। সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি।
এ বিষয়ে তাড়াশ পৌরসভার সচিব আশরাফুল ইসলাম ভুইয়া বলেন, ‘লক্ষণ বাঁশ ফোঁর সরকারি ছুটির মধ্যে পৌর পাবলিক টয়লেটের ওপর বসতঘর তুলেছেন। এটা নিয়মবহির্ভূত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম বলেন, মানবিক দিক বিবেচনা করে লক্ষণ বাঁশ ফোঁরকে টয়লেটের ওপরের বসতঘরে থাকতে দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তার পরিবারের জন্য অন্যত্র বাসগৃহের ব্যবস্থা করে টয়লেটের ওপরের বসতঘর ভেঙে দেওয়া হবে।
এসআর/জিকেএস