সুন্দরবনের আত্মসমর্পণকারী দস্যুরা পেলেন র‌্যাবের ঈদ উপহার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১২:৩২ পিএম, ৩০ এপ্রিল ২০২২
এক দস্যুর হাতে ঈদ উপহার তুলে দিচ্ছেন র‌্যাব কর্মকর্তারা

সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৮৪ জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র‌্যাব। শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে মোংলার স্থায়ী বন্দর শিল্প এলাকায় তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন র‌্যাব-০৮ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. জামিল হাসান।

jagonews24

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসলা ও পেয়াজ।

র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আত্মসমর্পণকারী দস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে দস্যুদের বিরুদ্ধে চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ব্যতীত অন্যসব সাধারণ মামলা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

jagonews24

এর আগে ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।