জয়পুরহাটে ঝড়ে গাছচাপায় যুবকের মৃত্যু, ফসলের ব্যাপক ক্ষতি
জয়পুরহাটে প্রবল ঝড়-বৃষ্টিতে উপড়ে গেছে প্রায় সহস্রাধিক গাছ-পালা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধান, পাট, আম, ভূট্টা, কলাসহ শাক-সবজি ক্ষেত। এছাড়া ঝড়ে গাছচাপা পড়ে সঞ্জয় কুমার মন্ডল নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। নিহত সঞ্জয় সদর উপজেলার শ্যামপুর গ্রামের সুচীন্দ্রনাথ মন্ডলের ছেলে।
সদর থাসান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাগো নিউজকে বলেন, গায়ের ওপর গাছ ভেঙে পড়ে আহত হন কুমার মন্ডল। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বগুড়ায় নেওয়ার পরামর্শ দেন। বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টা থেকে ২ ঘণ্টা স্থায়ী ঝড়-বৃষ্টিতে জেলায় প্রায় ১৭ হাজার ২০০ হেক্টর জমির বোরো ধান, পাট, ভূট্টা, কলা, শাক-সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসক শরীফুল ইসলাম জাগো নিউজকে বলেন, জেলা ত্রাণ তহবিলে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী মজুত রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা পাওয়ার পর যত দ্রুত সম্ভব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
রাশেদুজ্জামান/এসজে/জেআইএম