শিমুলের পর চলে গেলেন শান্তও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০১:১০ পিএম, ০১ মে ২০২২

জয়পুরহাটে দুই বন্ধু ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অপর বন্ধুরও মৃত্যু হয়েছে। শনিবার রাতে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।

নিহত শান্ত আরামনগর মহল্লার সমির উদ্দিনের ছেলে। এর আগে ঘটনাস্থলেই নিহত শিমুল জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক মহল্লার কুদ্দুস ফকিরের ছেলে।

ওসি আলমগীর জাহান জানান, রাতে দুই বন্ধু শিমুল ও শান্ত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কের পারুলিয়া ফকিরপাড়া এলাকায় গেলে শিমুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই মোটরসাইকেলে থাকা অপর বন্ধু শান্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

রাশেদুজ্জামান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।