দিনাজপুরে ৪৪ জামাতে ঈদের নামাজ আদায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:৩০ এএম, ০২ মে ২০২২

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের ৫ উপজেলার ৪৪ স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মে) সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে প্রায় ৩ শতাধিক মুসল্লি অংশ নেন। ঈদের নামাজের ইমামতি করেন চিরিরবন্দর উপজেলার নাজিরা বাজার মাদরাসার ছাত্র হাফেজ মাওলানা মোখলেসুর রহমান।

দিনাজপুরে ৪৪ জামাতে ঈদের নামাজ আদায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন কমিটির সভাপতি মোকবুল হোসেন জানান, এবার জেলার ১৩ থানায় প্রায় ৪৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জামাতে প্রায় ২ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন।

এবার দিনাজপুর সদরের নিউটাউন, ফুলতলা, কাচারীর পিছনে ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়েছে।

দিনাজপুরে ৪৪ জামাতে ঈদের নামাজ আদায়

একইসঙ্গে চিরিরবন্দর উপজলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলা জয়নন্দ গ্রাম, ১৩ মাইল এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসলমানদের একটি অংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতিবছর তা বাড়ছে।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।