মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০২:১২ পিএম, ০৩ মে ২০২২

মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।

মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এ সময় ভারতের ৬১ বিএসএফ পতিরাম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার বিনয় কুমার ও ১৮০ বিএসএফে আইসিপি চেকপোস্ট কমান্ডার ভারত ভূষণের হাতে ৩ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার মোখলেছুর রহমান ও আইসিপি চেকপোস্ট কমান্ডার ফজলুর রহমান।

বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান জানান, মঙ্গলবার আমাদের মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে আমাদের শুভেচ্ছা জানিয়েছি। বিএসএফের পক্ষ থেকেও আমাদের মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।

তিনি আরও জানান, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে যেন সীমান্তে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি সে লক্ষ্যে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে দু’বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়ে থাকে। হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই চলে আসছে, এতে দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।

মাহাবুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।