পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৪ মে ২০২২

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (৪ মে) বিকাল সাড়ে ৪টায় শহরের সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে দুইজন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

acc2

নিহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন ইসলাম (১৮), একই এলাকার তারেক বিল্লালের ছেলে শিশির (১৮) এবং আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক (১৬)। তারা একে অপরের বন্ধু।

স্থানীয়রা জানান, বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির একই মোটরসাইকেল অমরখানার মহারাজা দিঘীতে বেড়াতে যান। এসময় মডেলহাট এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুই মোটরসাইকেলের একটিতে নিহত তিনজন এবং অপরটিতে দুইজন আরোহী ছিলেন। তারা ঈদে ভিতরগর এলাকায় ঐতিহাসিক মহারাজার দিঘীতে ঘুরতে যায়।

সফিকুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।