বেনাপোল পৌরসভার দায়িত্ব নিলেন শার্শা ইউএনও

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৬ মে ২০২২
শার্শার ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বেনাপোলের সদ্যবিদায়ী মেয়র

মেয়াদোত্তীর্ণ পৌর পরিষদের অবসান ঘটিয়ে বেনাপোল পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল। মেয়র আশরাফুল আলম লিটন বৃহস্পতিবার (৫ মে) দুপুরে পৌরসভার কার্যালয়ে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় সদ্যবিদায়ী বেনাপোল পৌর মেয়র লিটন বলেন, আমরা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে এসেছি। আবার চলে যাবো। তার আগে যে কয়দিন আমরা বেঁচে থাকবো সমাজ ও মানুষের জন্য কিছু করে যাওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।

jagonews24

গত ২৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মাদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক আদেশে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বেনাপোল পৌরসভার প্রশাসক নিয়োগ দেন। এর আগে পৌর মেয়র আশরাফুল আলম লিটন ১১ বছর ৩ মাস দায়িত্ব পালন করেন।

মো. জামাল হোসেন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।