পিস্তল হাতে সাবেক ছাত্রলীগ নেতার ৫ বছর আগের ছবি ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৬ মে ২০২২
পিস্তল হাতে সাবেক ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিকী রাতুল

পাবনার সুজানগরে আবু বক্কর সিদ্দিকী রাতুল নামে এক সাবেক ছাত্রলীগ নেতার পিস্তল হাতে ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটি পাঁচ বছর আগে তোলা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ মে) রাতে ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে রাতুল পলাতক রয়েছেন। তাকে আটক ও অস্ত্রটি উদ্ধার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

আবু বক্কর সিদ্দিকী রাতুল সুজানগর উপজেলার নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের মোস্তফা কামালের ছেলে। আর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাতুল উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক বলে উল্লেখ করেছেন। কিন্তু সুজানগর উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম তমাল জানান, তিনি আগের কমিটিগুলোতে থাকতে পারেন। এখন তিনি জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কোনো কমিটিতেই নেই।

এ বিষয়ে সাবেক ওই ছাত্রলীগ নেতা রাতুল ও তার বাবার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে একটি সূত্র জানিয়েছে, দলীয় গ্রুপিংয়ের কারণেই হয়তো ছবিটি কেউ ফাঁস বা ভাইরাল করেছেন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বৃহস্পতিবার (৫ মে) রাতে জানান, পুলিশ বিষয়টি জানার পরই তার বাড়িতে অভিযান চালান হয়। এসময় তার বাবা জানিয়েছেন, তার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছেন।

ওসি বলেন, ছবিটি পাঁচ বছর আগের বলে আমরা নিশ্চিত হয়েছি। আবু বক্কার সিদ্দিকীকে আটক এবং অস্ত্রটি উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ছবিটি পাঁচ বছর আগে হলেও অস্ত্রটি তো অবৈধ এবং সেটির খোঁজ করা জরুরি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমিন ইসলাম জুয়েল/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।