ঋণের ৮০০ টাকা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৮ মে ২০২২
ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে ঋণের টাকা সময়মতো ফেরত দিতে না পারায় ঋণদাতার হামলায় হাফিজুর রহমান (৪৫) নামের এক মুরগি ব্যবসায়ী খুন হয়েছেন।

শনিবার (৭ মে) রাত ১০টার দিকে উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান ওই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, হাফিজুর রহমান উপজেলার ভোলাগঞ্জ বাজারে মুরগির ব্যবসা করেন। কিছুদিন আগে তিনি পাড়ুয়া মাঝপাড়া গ্রামের ফয়জুল বারীর (৩০) কাছ থেকে ৮০০ টাকা ধার নেন। শনিবার রাতে পাওনা টাকা ফেরত চান ফয়জুল। তখন কাছে টাকা না থাকায় দিতে পারেননি হাফিজুর। এ নিয়ে উভয়ের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়জুল লাঠি দিয়ে হাফিজুরের মাথায় আঘাত করেন।

আহত অবস্থায় হাফিজুরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, পাওনা ৮০০ টাকার জন্য ঝগড়া থেকে এ খুনের ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ফয়জুল বারীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছামির মাহমুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।