গুদামে পৌনে ১২ হাজার লিটার সয়াবিন তেল মজুত, জরিমানা ২০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৯ মে ২০২২

গোপালগঞ্জে প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল গুদামজাত করে বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ মে) দুপুরে জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

Gopal

তিনি জানান, ১১ হাজার ৭৬০ লিটার (৬০ ড্রাম) সয়াবিন তেল গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে, গোপনে এমন সংবাদ পেয়ে জেলা শহরের বড় বাজার এলাকার মন্ডল ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠানে ৬০ ড্রামে ১১ হাজার ৭৬০ লিটার সয়াবিন তেল মজুত পাওয়া যায়। পরে তেলের কৃত্রিম সংকট দেখিয়ে অধিক মূল্যে বিক্রি ও মূল্য তালিকায় দাম না লেখার দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেনসহ গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।