টেকনাফে অস্ত্র-হত্যা মামলার ২ রোহিঙ্গা আসামি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১০ মে ২০২২
আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাতে গ্রেফতার দুই রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও হত্যা মামলার দুই রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

সোমবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহমদুর রহমান (১৯) ও সৈয়দ আলম (২৮) ওই ব্লকের বাসিন্দা।

১৬-এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এইচ ব্লক এলাকা থেকে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। তারা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ, দস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

১৬-এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেফতারদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।