সিজার করলেন ডাক্তার, ব্যবস্থাপত্র দিলেন ম্যানেজার!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১১ মে ২০২২

বরগুনার পাথরঘাটা উপজেলায় ক্লিনিকের ম্যানেজারের চিকিৎসায় একদিন বয়সী নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার ( ১০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার হাসপাতাল সড়কের পাথরঘাটা সৌদি প্রবাসী ক্লিনিকে এ ঘটনা ঘটে।

ওই নবজাতক উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা এলাকার সৌদি প্রবাসী আবু সালেহর ছেলে।

নবজাতকের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে পাথরঘাটা সৌদি প্রবাসী ক্লিনিকে চিকিৎসক মো. বশির আহমেদের হাতে সিজারের মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়। কিন্তু ওই চিকিৎসক কোনো চিকিৎসা না দিয়েই চলে যান। পরে ম্যানেজার মনিরুজ্জামান ব্যাবস্থাপত্র লিখে নবজাতক ও তার মায়ের চিকিৎসা দেন এবং নবজাতককে অক্সিজেন লাগান।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নবজাতককে স্যালইন দেওয়ার জন্য অক্সিজেন খুলে প্রায় আধা ঘণ্টা রেখে দেন মনিরুজ্জামান এবং ক্যানোলা পরানোর চেষ্টা করেন। এর কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।

ওই শিশুর ফুপা খসরু মিয়া জাগো নিউজকে বলেন, আমরা চিকিৎসার জন্য পাথরঘাটা সৌদি প্রবাসী ক্লিনিকে নিয়ে আসি। ম্যানেজার মনির মারিয়ার সিজার করা লাগবে বলেন। সিজার করালে নবজাতক অসুস্থ, তাকে ইনকিউবেটরে রেখে দ্রুত বিল দিতে বলেন। ক্লিনিকে চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে এলে যদি ম্যানেজার চিকিৎসা দেন সেটা কেমন ক্লিনিক? আমরা এর প্রতিকার চাই, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

পাথরঘাটা সৌদি প্রবাসী ক্লিনিকের ম্যানেজার মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, ওই শিশুর শ্বাসে সমস্যা ছিল তাই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক জাগো নিউজকে বলেন, এরকম ঘটনার কথা আমি এখন পর্যন্ত শুনিনি। ভুক্তভোগী আভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।