সড়ক দুর্ঘটনায় আহত সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১১ মে ২০২২

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মাহমুদ (৩২) নামের সাবেক এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মে) সকালে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুমন মাহমুদ বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে। তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা জুলফিকার আলী মন্টু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ মে রাতে বেনাপোল পৌরসভা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন সুমন। তাকে প্রথমে যশোরে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

জামাল হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।