রামুতে বাসচাপায় প্রকৌশলী নিহত
নিহত গিয়াস উদ্দিন রুবেল
কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল (২৫)।
শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ১০টায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন রুবেল রামু উপজেলার কাউয়ারখোপ বাজারের সার ডিলার নাজির হোছাইনের ছেলে।
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল রুবেল জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মাথা তেতলা ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রুবেল ঘটনাস্থলেই প্রাণ হারান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় কাউয়ারখোপ ইউনিয়নের বৈলতলী মসজিদ সংলগ্ন মাঠে রুবেলের জানাজা হবে।
সায়ীদ আলমগীর/জেডএইচ/