ঈশ্বরদীতে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০১:২২ পিএম, ১৪ মে ২০২২

পাবনার ঈশ্বরদীতে ভটভটি উল্টে আব্দুর রহমান নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর বাজার এলাকার আব্দুল আওয়ালের ছেলে।

প্রত্যক্ষদর্শী আমির হোসেন বলেন, ব্যবসায়ী আব্দুর রহমান ভটভটিতে চড়ে কুষ্টিয়ায় গরু কিনতে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনের সড়কে ভটভটি উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহত ব্যবসায়ী আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।