ব্রাহ্মণবাড়িয়ায় ১৩০০ লিটার সয়াবিন জব্দ, আগের দামে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৪ মে ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার একটি দোকানে অভিযান চালিয়ে অন্তত ১ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে তেলগুলো আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

শনিবার (১৪ মে) দুপুরে শহরের আনন্দবাজারের নিয়ামত স্টোরে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

jagonews24

এসময় অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা প্রতি পাঁচ লিটার সয়াবিন তেল ৭৬০ টাকা করে বোতলের গায়ের দামে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সয়াবিন তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সয়াবিন তেলগুলো বোতলের গায়ে লেখা দামে বিক্রি করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।