জর্ডানফেরত নারীকে বাড়ি নিয়ে গেলেন স্বজনরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১৫ মে ২০২২
জর্ডানফেরত নারী

বরগুনার পাথরঘাটায় বিয়ের দাবিতে অনশন শুরুর পরদিন প্রবাসীর বাড়ি থেকে জর্ডানফেরত নারীতে নিয়ে গেছেন তার স্বজনরা।

রোববার (১৫ মে) বিকেলে স্থানীয় কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নাসির জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুপুরে ওই ইউনিয়নের জর্ডান প্রবাসী হাসানের বাড়ি থেকে ওই নারীর বাবা আব্দুস সামান মেয়েকে বাড়ি নিয়ে যান।

গোলাম নাসির জানান, বিয়ের দাবিতে জর্ডান প্রবাসী হাসানের বাড়িতে শনিবার দুপর থেকে অবস্থান নেন ওই নারী। তার বাড়ি পিরোজপুরের পারেরহাটা এলাকায়। পরে রোববার দুপুরে ওই নারীর বাবা হাসানের বাড়িতে এসে অনশন ভাঙিয়ে মেয়েকে নিয়ে যান।

ওই নারীর বাবা আব্দুস সামাদ জাগো নিউজকে বলেন, এভাবে তো বিয়ে হয় না। হাসান দেশে আসলে তার সঙ্গে কথা বলে সামাজিকভাবে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করবো।

এ বিষয়ে হাসানের মা ফাতিমা বেগম বলেন, হাসানের কোনো প্রেমের সম্পর্কের কথা আমরা জানি না। ওর সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মোবাইলে বিয়ের কথা হলেও ওই নারীর বাবা এসে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।

শনিবার দুপুর ১২টা থেকে বিয়ের দাবিতে জর্ডান প্রবাসী হাসানের বাড়িতে অবস্থান নেন ওই নারী। তিনি প্রবাসে থাকাকালীন হাসানকে কয়েক দফায় টাকা দিয়েছেন দাবি করেন। বিয়ের প্রলোভনে তিনি এ টাকা নিয়ে এখন সব যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে দাবি করেন ওই নারী।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।