টাঙ্গাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর, সম্পাদক সাজ্জাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৬ মে ২০২২
মো. সহিনুর রহমান খান (বামে) ও মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশ

মো. সহিনুর রহমান খানকে সভাপতি ও মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা কমিটি অনুমোদন করা হয়েছে।

রোববার (১৫ মে) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন ৬১ সদস্যবিশিষ্ট টাঙ্গাইল জেলা শাখা কমিটির অনুমোদন দেন।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশ।

টাঙ্গাইল জেলা কমিটি অনুমোদনকালে উপস্থিত কেন্দ্রীয় কমিটির নেতারা নবগঠিত কমিটিকে জেলার শিক্ষা ও শিক্ষকের মানোন্নয়নে অবদান রাখতে এবং শিক্ষকদের স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যেতে নির্দেশ দেন।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।