ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৬ মে ২০২২

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর ট্রাক থেকে লোহার অ্যাঙ্গেল পড়ে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর রেলস্টেশন এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।

jagonews24

এতে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস কাওরাইদ রেলস্টেশন ও ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আউটার সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া শ্রীপুর-গোসিঙ্গা সড়কে বড় ধরনের কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহার তৈরি বড় অ্যাঙ্গেল নিয়ে একটি ট্রাক শ্রীপুর-গোসিঙ্গা সড়ক ধরে শ্রীপুর রেলস্টেশন এলাকা পার হচ্ছিল। শ্রীপুর-গোসিঙ্গা সড়কের রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ওই ট্রাক থেকে লোহার আটটি অ্যাঙ্গেল পড়ে যায়। ট্রাক চালক লোহার অ্যাঙ্গেলগুলো রেখেই ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে পুরোপুরি রেল চলাচল বন্ধ হয়ে যায়। শ্রীপুর-গোসিঙ্গা সড়কে বড় যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

jagonews24

শ্রীপুর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, রেললাইনের ওপর ট্রাক থেকে লোহার অ্যাঙ্গেল পড়ায় জয়দেবপুর-ময়মনসিংহ রুটে পুরোপুরি রেল চলাচল বন্ধ হয়ে রয়েছে। এতে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস কাওরাইদ রেলস্টেশন ও ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আউটার সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

jagonews24

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশপাশ থেকে ভারী বস্তু তোলার কোনো যন্ত্র এনে দ্রুত লোহার অ্যাঙ্গেলগুলো রেল লাইনের ওপর থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।