প্রতিপক্ষের গরু ধরে নিয়ে যাওয়ায় সংঘর্ষ, ভ্যানচালক নিহত

নড়াইলের লোহাগড়ায় গরু ধরে নিয়ে যাওয়ার জেরে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় বর্ষার আঘাতে মিজানুর শরীফ (৬০) নামের এক ভ্যানচালক নিহত হন।
মঙ্গলবার (১৭ মে) দুপুর ১টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে আলীম কাজী ও হোসেন কাজীর লোকজনের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। সোমবার আলীম কাজী গ্রুপের ওবায়দুর কাজীর গরু ধরে নিয়ে যান হোসেন কাজীর লোকজন। এর জের ধরে
মঙ্গলবার দুপুর ১টার দিকে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ফেরার সময় হোসেন কাজীর লোকজন ভ্যানচালক মিজানুর শরীফের বুকে বর্ষা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
হাফিজুল নিলু/এসজে/জিকেএস