ঝড়ে উড়ে গেছে টিনের ছাউনি, খোলা আকাশের নিচে পাঠদান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কালবৈশাখী ঝড়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাউনি উড়ে গেছে। শিক্ষা কার্যক্রম সচল রাখতে খোলা আকাশের নিচেই পাঠদান করেছেন শিক্ষকরা।
উপজেলার রহনপুর পৌর এলাকার বহিপাড়া গ্রামের বহিপাড়া উচ্চ বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পাঠদান করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার (১৬ মে) রাত ৯টার দিকে কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়টির টিনের ছাউনি উড়ে যায়।
বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, ‘কালবৈশাখী ঝড়ে আমার শিক্ষাপ্রতিষ্ঠানের টিনের ছাউনি উড়ে গেছে। কিন্তু ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে তাদের নিয়ে খোলা আকাশের নিচে ক্লাস করিয়েছি। তবে রোদে বাচ্চাদের নিয়ে ক্লাস করতে অনেক সমস্যা হয়েছে।’
গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী খাতুন জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের কাছে একটি আবেদন দিয়েছেন। খুব শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সোহান মাহমুদ/এসআর/এমএস