সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৩৩ রোহিঙ্গা উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ(কক্সবাজার)
প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৯ মে ২০২২
ট্রলারে থাকা রোহিঙ্গাদের উদ্ধার করে নৌবাহিনী

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্ট থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বুধবার (১৮ মে) দিনগত রাত ১২টার দিকে নৌবাহিনীর বানৌজা আলী হায়দার নামের একটি জাহাজে তাদের উদ্ধার করে তীরে আনা হয়।

jagonews24

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন উত্তর-পশ্চিমে দুই নটিক্যাল মাইল দূরে অভিযান চালায় নৌবাহিনীর একটি দল। এ সময় মালয়েশিয়া গামী একটি ট্রলারসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও একজন শিশু রয়ে। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার রোহিঙ্গাদের সেন্টমার্টিন কোস্ট গার্ডকে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।