ঢাকা থেকে মোংলায় গাঁজা দিতে গিয়ে আটক ৩ কারবারি
ঢাকা থেকে বাগেরহাটের মোংলায় গাঁজা সরবরাহের সময় তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আট কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
রোববার (২২ মে) রাতে উপজেলার মামার ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পশ্চিমপাড়া এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে বুদ্ধ মিয়া (৩০), কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার দেউস এলাকার মৃত নায়েব আলীর ছেলে হারিজ মিয়া (৩৬) ও মোংলা উপজেলার শামসুর রহমান রোড এলাকার মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে মাসুম মৃধা (৪৫)।
বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জাগো নিউজকে বলেন, সড়কপথে ঢাকা থেকে হারিজ ও বুদ্ধ মোংলায় মাসুমের কাছে এ গাঁজা দিতে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওপর মোংলা থানা পুলিশের নজরদারি ছিল। তিনজন একজায়গায় হলে পুলিশ তাদের আটক করে। আটকদের কাছ থেকে আট কেজি গাঁজা জব্দ করা হয়।
এসজে/জিকেএস