বরগুনায় লাঠি হাতে ছাত্রলীগের মহড়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৯ মে ২০২২

বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাস ও তার আশপাশের এলাকায় লাঠি হাতে মহড়া দিয়েছেন ছাত্রলীগের কিছু নেতাকর্মী।

রোববার (২৯ মে) দুপুর ১২টার দিকে ছাত্রলীগ নেতা ইরফান আহমেদ বিশালের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা কলেজে প্রবেশ করেন। এ সময় ইরফান আহমেদসহ একাধিক ছাত্রলীগ নেতার হাতে লাঠি ছিল।

jagonews24

প্রথমে তারা ক্যাম্পাসে ও পরে ক্যাম্পাসের বাইরের কিছু সড়কে লাঠি হাতে মহড়া দেন। এ সময় ছাত্রদলবিরোধী স্লোগানও দেন তারা। মহড়ার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

এ বিষয়ে ইরফান আহমেদ বিশালের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

jagonews24

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভিল হোসাইন জাগো নিউজকে বলেন, সকালে লাঠি ও অস্ত্র হাতে ছাত্রদলের সন্ত্রাসীরা কলেজে মিছিল করে। তাদের কাছ থেকে লাঠিগুলো ছিনিয়ে নেন বিশালসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। কলেজে শান্তি ফিরিয়ে আনতেই ছাত্রলীগ ছাত্রদলকে প্রতিহত করেছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।