গুড়ের ভাঁড়ে মিললো ১৮ হাজার ইয়াবা
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে গুড়ের ভাঁড় থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (১ জুন) বিকেলে উপজেলার উথলী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকায় একটি ঝোপের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি গুড়ের ভাঁড় উদ্ধার করা হয়। ভাঁড়টি তল্লাশি করে ১৭ হাজার ৯৫২ পিস ইয়াবা জব্দ করা হয়।
চোরাচালানের সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা তসলিম মোহাম্মদ তারেক।
সালাউদ্দীন কাজল/এসআর/জিকেএস