কুসিক নির্বাচন: সাক্কুর প্রচারকর্মীকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০২ জুন ২০২২
ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর (টেবিল ঘড়ি) প্রচারকর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১ জুন) বিকেলে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করেছেন সাক্কু।

এ বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, ‘বুধবার দুপুর আড়াইটার সময় ১০ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় আমার প্রচার মাইকের প্রচারকর্মীকে একই এলাকার সন্ত্রাসী প্রিতম মারধর করে। এ সময় সে বলে, এ ওয়ার্ডে যেন আমার মাইকিং করা না হয়। আমি বিষয়টি রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগে জানিয়েছি। তিনি ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।’

jagonews24

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, টেবিল ঘড়ির লোকজনকে মারধরের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।