গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০২ জুন ২০২২

গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচিত কামাল ফকির হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২৩ আসামি খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) বেলা ১১টায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত চান মিয়া পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শহিদুজ্জামান খান পিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ মে মো. কামাল হোসেন নিজ গ্রামের মো. ইসমাইল মোল্লার স্ত্রীর কুলখানী শেষে ফেরার পথে মামলার প্রধান আসামি চান মিয়া ও তার সঙ্গীরা কামালের উপর ঝাপিয়ে পড়ে। এসময় এলোপাতাড়ি মারার একপর্যায়ে কামালের বুকে কাতরা দিয়ে কোপ দেয়। এতে কামাল ঘটনাস্থলে লুটিয়ে পড়লে স্থানীয়রা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনজীবী মো. শহিদুজ্জামান খান পিটু জানান, রায়ে আমরা পুরাপুরি সন্তুষ্ট হতে পারিনি। বাদীর সঙ্গে কথা বলে আপিলের সিদ্ধান্ত নেব।

পরে নিহতের বাবা মো. শাহাদাৎ ফকির বাদি হয়ে কাশিয়ানী থানায় ২৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মেহেদী হাসান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।