শেরপুরে পিকআপচাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৪ জুন ২০২২
প্রতীকী ছবি

শেরপুরে পিকআপের ধাক্কায় মাসুদ রানা (২২) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুন) সকালে সদর উপজেলার বাজিতখিলা মির্জাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মাসুদ পাশের কুমরী তেঘরিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে মাসুদ রানা তাতালপুর মডেল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে যাচ্ছিলেন। শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক সড়কের মির্জাপুর বড় মসজিদের কাছাকাছি পৌঁছালে একটি অটোরিকশাকে অতিক্রম করে যেতে চাইলে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে পিকআপচাপায় মাসুদ রানা ঘটনাস্থলে মারা যান।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরেশ রাজবংশী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করা হয়েছে।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।