নোয়াখালীতে ছিনতাইকালে ৪ তরুণ আটক
নোয়াখালী সদর উপজেলায় মোবাইল ও টাকা ছিনতাইকালে হাতেনাতে চার তরুণকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৪ জুন) সন্ধ্যায় মাইজদী শিল্পকলা একাডেমির সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আনোয়ার রশিদের ছেলে আতাউর রশিদ (১৯), ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহাদ চৌধুরী হিমেল (১৯), ৬ নম্বর ওয়ার্ডের মতিপুর গ্রামের মৃত আবদুল গোফরানের আবদুল রহমান মিশু (২৫), নেয়াজপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের শাহমেয়াজ্জেম হোসেনের ছেলে খালেদ সাইফুল্যাহ আনন্ত (১৯)।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাঈদ মিয়া ও বাসুদেব পৌর পার্ক থেকে ছিনতাইয়ের মালামালসহ হাতেনাতে চার তরুণকে আটক করেছে। পরে ভুক্তভোগী আবদুর রহিমের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করে আসামিদের সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আটকদের ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হবে।’
ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস