কাঁঠাল পাড়তে গিয়ে বিদ‌্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৫ জুন ২০২২
ফাইল ছবি

শেরপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদ (১৩) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুন) সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া মদিনাতুল উলুম নুরানি মাদরাসায় এ ঘটনা ঘটে। তৌহিদ ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে তৌহিদ কাঁঠাল পাড়ার জন্য মাদরাসা ঘরের টিনের চালে ওঠে। কিন্তু চালের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন ছিল। অসাবধানতাবশত চালের লাইনে তার হাতের স্পর্শ লাগে। এতে সে বিদ‌্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ইমরান হাসান রাব্বী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।