দরবেশ বেশে মিষ্টি-পাউরুটি খাইয়ে বাড়িতে লুট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৫ জুন ২০২২

বরগুনার পাথরঘাটায় দরবেশের ছদ্মবেশে বাড়িতে এসে মিষ্টি ও পাউরুটির সঙ্গে চেতনানাশক খাইয়ে বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের উত্তর কালমেঘা এলাকায় হাবিব মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

রোববার (৫ জুন) বিকেলে স্থানীয় ইউপি মেম্বার মোস্তফা মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত কছেন।

চেতনানাশক খেয়ে অসুস্থ হয়ে পড়া পরিবারের চার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউপি মেম্বার মোস্তফা মিয়া জাগো নিউজকে বলেন, রাত ১১টার দিকে পাগড়ি, টুপি ও পাঞ্জাবি পরিহিত অচেনা এক ব্যক্তি হাবিবের বাড়িতে আশ্রয় চান। তাকে আশ্রয় দেওয়া হয়। পরে বিভিন্ন বিপদ থেকে বাঁচতে পরিবারের সদস্যদের মিষ্টি ও পাউরুটি পড়া খেতে দেন ওই ব্যক্তি। এগুলো খাওয়ামাত্র তারা অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যান ওই ব্যক্তি।

তিনি আরও বলেন, রোববার দুপুর ১২টা পর্যন্ত ওই বাড়ি থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা আমাকে খবর দেন। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জিএম আকবর জাগো নিউজকে বলেন, খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেওয়ায় তারা অচেতন হয়ে পড়েন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।