ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, প্রাইভেট শিক্ষক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৬ জুন ২০২২

নোয়াখালীর চাটখিলে বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এক তরুণী (২১)। এ ঘটনায় ওই তরুণীর পাশের বাড়ির প্রাইভেট শিক্ষক ইব্রাহিম খলিলকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ জুন) বিকেলে তরুণীর করা ধর্ষণ মামলায় ওই যুবককে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেফতার ইব্রাহিম তুহিন চাটখিলের নোয়াপাড়া গ্রামের মাইজখালী পাটোয়ারী বাড়ির নাছির আহমদের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন ওই তরুণী। মামলার পরিপ্রেক্ষিতে রোববার (৫ জুন) রাতে আসামি ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও মামলা সূত্র জানায়, ভুক্তভোগীর পাশের বাড়িতে প্রাইভেট মাস্টার হিসেবে পড়াতে আসতো তুহিন। আসা-যাওয়ার এক পর্যায়ে ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ ডিসেম্বর রাতে বাড়ির পাশে বাগানে দেখা করতে বলে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন তুহিন।

পরে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেন। তুহিন এতে অস্বীকৃতি জানান। এমনকী পেটের সন্তান নষ্ট করার জন্য তরুণীকে ভয়ভীতি দেখানোসহ হত্যার হুমকি দেন। পরে তুহিনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।