ব্যাংক থেকে লাখ টাকা তুলে জুস পান, পরে অজ্ঞান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৬ জুন ২০২২

নোয়াখালীর চাটখিলে চেতনানাশক খাইয়ে এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনালী ব্যাংক সাহাপুর শাখার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বেলাল হোসেন চৌধুরী (৬০) শামপুর গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার ১০ ঘণ্টা পরও তার জ্ঞান ফেরেনি।

বেলাল হোসেন চৌধুরীর স্ত্রী শাহানাজ আক্তার রুমি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাহানাজ আক্তারের ভাষ্যমতে, সকালে বেলাল হোসেন সোনালী ব্যাংক সাহাপুর থেকে এক লাখ টাকা উত্তোলন করে পাশের জননী হোটেলে গিয়ে জুস পান করেন। পরে সেখান থেকে বের হয়ে ‘আমার এক লাখ টাকা, আমার এক লাখ টাকা’ বলতে বলতে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় হোটেলে তার সঙ্গে কে বা কারা ছিল তা কেউ বলতে পারেননি।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।