খেলাচ্ছলে সাপের বাচ্চার গায়ে কামড়ে দিলো শিশু!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৭ জুন ২০২২
মায়ের কোলে শিশু জান্নাতুল

চুয়াডাঙ্গায় খেলাচ্ছলে এক বছর বয়সী শিশু সাপের বাচ্চার গায়ে কামড় দেয়। পরে কামড়ে আঘাত পেয়ে সাপটি মারা গেছে বলে দাবি করা হচ্ছে। মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে জান্নাতুল ফেরদৌস নামে ওই শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে উজলপুর গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।

শিশুটির মা শিলা খাতুন বলেন, মঙ্গলবার সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে খেলছিল জান্নাতুল। খেলার একপর্যায়ে দুজনই খাটের নিচে চলে যায়। এসময় খাটের নিচে থাকা একটি সাপের বাচ্চা হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বের হয়ে আসে সে।

তিনি আরও বলেন, দ্রুত উদ্ধার করে জান্নাতুলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি শিশুর কামড়ে আঘাত পেয়ে মারা গেছে। সেটি চিকিৎসকের কাছে দেওয়া হয়েছে।

জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন বলেন, সাপটি মৃত অবস্থায় আনা হয়। শিশুটিকে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তার অবস্থা শঙ্কামুক্ত।

সালাউদ্দীন কাজল/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।