বিয়ে নিয়ে দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৭ জুন ২০২২

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিয়ে নিয়ে দ্বন্দ্বে বাবাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে। মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার হাতেমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়েছেন ঘাতক ছেলে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত নিরঞ্জন শীলের স্ত্রী রাধা রানী জানান, বিউটি নামে তার সৎ ননদের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই যের ধরে বিউটি ও বিউটির স্বামী প্রকাশ তার ছেলে নেপাল শীলকে বিয়ের জন্য উৎসাহীত করেন এবং মেয়ে পছন্দ করান। সেই মেয়েকে বিয়ে করতে হলে জমি লিখে দেওয়ার দাবি করেন বিউটি।

তবে নেপালের বাবা নিরঞ্জন শীল (৫৮) জমি দিতে রাজি না হওয়ায় মঙ্গলবার সকালে বিবাদ বাধে। কথা কাটাকাটির এক পর্যায়ে নেপাল একটি ভাঙা টেবিলের খুঁটি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। অ্যাম্বুলেন্সে রওনা হলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

পাথরঘাটা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা হাসপাতালে গিয়েছেন। ঘতক ছেলেকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।