তাল পাড়তে উঠে প্রাণ গেলো যুবকের
ফাইল ছবি
নোয়াখালীর সেনবাগে তালগাছ থেকে পড়ে মো. জনি (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার মধ্যম নলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জনি ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের মধ্যম নলুয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তিনি গাছ থেকে তাল পেড়ে বাজারে বিক্রি করতেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশের একটি তালগাছে তাল পাড়তে ওঠেন জনি। এক পর্যায়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম