প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৮ জুন ২০২২

সদ্য অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষায় অংশ নেওয়া কিছু পরীক্ষার্থী।

বুধবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে তারা বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেন। পরে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পৃথকভাবে স্মারকলিপি দেন।

jagonews24

বিক্ষোভে অংশ নেওয়া পরীক্ষার্থীদের অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রগুলোতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। শিক্ষকদের সহায়তায় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার এবং মোবাইল ফোন ও এসএমএসের মাধ্যমে অনেক পরীক্ষার্থী উত্তর দিয়েছেন। এতে যোগ্যরা নিয়োগ থেকে বঞ্চিত হবেন।

কর্মসূচিতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা গত ৩ জুন অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি হওয়ায় তা বাতিল করে পুনরায় নেওয়ার দাবি জানান।

মেহেদী হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।