বসুরহাট পৌরসভায় ৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা
নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য প্রায় ৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ জুন) বিকেলে মেয়র আবদুল কাদের মির্জা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন।
কাদের মির্জা বলেন, প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৮৬ কোটি ৯১ লাখ ২১ হাজার ৫০৪ টাকা। এ বাজেট বাস্তবায়ন হলে বসুরহাট পৌরসভা মডেল পৌরসভায় রূপান্তরিত হবে।

এতে রাজস্ব আয় ধরা হয়েছে ২৫ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন অনুদান সাড়ে ৫৬ কোটি টাকা, মূলধন হিসাব ৫০ লাখ টাকা ও প্রারম্ভিক জের ধরা হয়েছে চার কোটি ৭০ লাখ ৭১ হাজার ৫০৪ টাকা।
ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ২৬ কোটি ছয় লাখ ২০ হাজার ২৮ টাকা, উন্নয়ন ব্যয় সাড়ে ৫৬ কোটি টাকা, মূলধন ব্যয় ৬০ লাখ টাকা ও সমাপনী জের ধরা হয়েছে তিন কোটি ৭৫ লাখ এক হাজার ৪৭৬ টাকা।
এসময় বসুরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হালিম উল্যাহ, হিসারক্ষণ কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র নুর হোসাইন ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস