শেরপুরে ৪০ গ্রাম প্লাবিত, দুর্ভোগে ১০ হাজার মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১০ জুন ২০২২

চারদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী নদীর পানি বেড়ে শেরপুরের দুই উপজেলার ৪০ গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে দেড় শতাধিক মাছের ঘের।

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃহস্পতিবার (৯ জুন) শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলার অন্তত ৪০ গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে প্রায় ১০ হাজার মানুষ।

পাহাড়ি ঢলের কারণে শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্রসহ নদ-নদীতে পানি বেড়েছে। মহারশী নদীর পানির তোড়ে শহররক্ষা বাঁধ ভেঙে দেড় শতাধিক মাছের ঘের ভেসে গেছে। গবাদিপশু, পরিবারের শিশু ও বৃদ্ধদের নিয়ে খাদ্য সংকটে রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষ।

jagonews24

স্থানীয়রা জানান, প্রতি বছরই ঝিনাইগাতীতে শহররক্ষা বাঁধ ভেঙে পুরো উপজেলা প্লাবিত হয়। তারা দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের পদক্ষেপ দাবি করেছেন।

এদিকে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের দ্রুত সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি চলতি বছরই স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

ইমরান হাসান রাব্বী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।