চেয়ারম্যানের ওপর হামলা: ইউপি সদস্যের অনুসারী গ্রেফতার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ সবুজের ওপর হামলার ঘটনায় মো. খলিল (৩০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জুন) ভোররাতে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মো. খলিল চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মফিজ উল্যার ছেলে। তিনি হামলার ঘটনায় অভিযুক্ত ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর ফারুক সবুজের অনুসারী বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, মো. খলিল ইউপি চেয়ারম্যান মো. হানিফ সবুজের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ৬ জুন (সোমবার) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ওমর ফারুক সবুজের অনুসারীরা হামলা চালিয়ে
একই ইউপির চেয়ারম্যান মো. হানিফ সবুজ ও সদস্য শেখ ফরিদকে মারাত্মক জখম করেন। আহত চেয়ারম্যান হানিফ সবুজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, আহত চেয়ারম্যান হানিফ সবুজ বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের অনুসারী এবং ইউপি সদস্য ওমর ফারুক সবুজ কাদের মির্জার অনুসারী বলে জানা গেছে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম