গোপালগঞ্জ পৌর নির্বাচন: সরে দাঁড়ালেন আরও দুই মেয়রপ্রার্থী
গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরও দুই প্রার্থী এস এম নজরুল ও মো. আবুল ফাত্তাহ সজু।
নৌকার মেয়রপ্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে শনিবার (১১ জুন) বিকেলে পৃথক সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ান তারা। এ নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন ছয়জন। ফলে নির্বাচনী মাঠে এখন প্রচারণায় থাকছেন মাত্র চার প্রার্থী।
সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে রকিব হোসেনকে মনোনয়ন দেওয়ায় পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। রকিব হোসেনকে সমর্থন দিলাম কারণ সে দলীয় প্রার্থী। আমার সমর্থকদের রকিব হোসেনকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
অপর মেয়র প্রার্থী মো. আবুল ফাত্তাহ সজু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের প্রতি শ্রদ্ধা রেখে এ নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। দলীয় প্রার্থী হিসেবে মেয়র প্রার্থী রকিব হোসেনকে সমর্থন দিলাম।’
এর আগে, গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, জি এম সাহাব উদ্দিন আজম, সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু, দিলীপ কুমার সাহা দীপু শেখ হাসিনার সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
মেহেদী হাসান/এসজে/জেআইএম