স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যা মামলায় আলামিন (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয়মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
সোমবার (১৩ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলামিন জেলা শহরের চাঁদলাই এলাকার মৃত শুকুর উদ্দিনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে ২০১৬ সালের ৩০ জুলাই নিজ ঘরে স্ত্রী সুমিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন আলামিন। এ ঘটনায় সুমির বাবা বদিউজ্জামান বাদী হয়ে ওইদিনই সদর থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রশিদুল ইসলাম ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ মামলার রায় ঘোষণা করেন।
সোহান মাহমুদ/এসআর/এমএস