আচরণবিধি লঙ্ঘনের অপরাধে নৌকার প্রার্থীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৩ জুন ২০২২
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর মিয়া

বরগুনার তালতলী উপজেলার বড় বগী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুন) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১৫ জুন এ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী প্রচার-প্রচারণা বন্ধ থাকার কথা থাকলেও বড় বগী ইউনিয়নের নৌকার প্রার্থী নির্বাচনী প্রচারণার জন্য মিছিল বের করেন। এ অভিযোগে তার জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যে প্রতিনিধি আচরণবিধি লঙ্ঘন করবেন তাকেই শাস্তির মুখোমুখি হতে হবে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।