নির্বাচনের আগের দিন মিললো বস্তাভর্তি অস্ত্র

নোয়াখালীর সেনবাগে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুন) ভোরে কেশারপাড় ইউনিয়ন থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সকালে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকের বাড়ির পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি চারটি চাপাতি, দুটি কিরিচ, দুটি স্টিলের পাইপ, চারটি লোহার রড ও চারটি লাঠি উদ্ধার করা হয়েছে।
এসপি আরও বলেন, বুধবার (১৫ জুন) সেনবাগের কেশারপাড়সহ তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে প্রভাব বিস্তার করার জন্য কেউ অস্ত্রগুলো সেখানে লুকিয়ে রাখতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, বুধবার নোয়াখালীর চার উপজেলায় সাত ইউনিয়ন পরিষদের নির্বাচন। এগুলো হচ্ছে, সদরের বিনোদপুর, বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা, মোহাম্মদপুর এবং হাতিয়ার হরনী ও চানন্দী।
ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম