কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় যুবকের ১১ বছরের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১৪ জুন ২০২২
ফাইল ছবি

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ হোসেন নামের এক যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী আহমদের ছেলে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রনজিত দাশ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৩ সালে ৯ হাজার ৮৫০ ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন মোহাম্মদ হোসেন। এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ আদেশ দিয়েছেন।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।