নোয়াখালীতে ভোটকেন্দ্রে নারীদের উপচেপড়া ভিড়
নোয়াখালীর চার উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে হাতিয়ার নদী উপকূলের হরণী ও চানন্দী ইউনিয়ন প্রতিষ্ঠার পর ৩০ বছরের মধ্যে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ৭৫টি কেন্দ্রে একযোগে এ ভোট শুরু হয়েছে। ভোটের প্রথম প্রহর থেকেই কেন্দ্রগুলোতে নারীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। পুরুষের সংখ্যাও তুলনামূলক কম নয়। ইভিএমে ভোট দিতে এসে উচ্ছ্বসিত ভোটাররা।

সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের শের-ই বাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের লাইনে দাঁড়ানো সফরবানু (৫৮) বলেন, ‘মেশিনে চাপ দিয়া হইলা ভোট দিবেরলাই লাইনে খাড়াইছি। খুব খুশি লাগের।’
সদর উপজেলার বিনোদপুরের সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মো. আবুল কালাম (৬০) বলেন, ‘দীর্ঘদিন পর ভোট দিতে লাইনে দাঁড়িয়েছি। বিষয়টি আনন্দের। পছন্দের প্রার্থীকেই ভোট দিবো।’
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রত্যেক কেন্দ্রে ভোটারদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জাগো নিউজকে বলেন, বুধবার নোয়াখালীর চার উপজেলায় সাত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হচ্ছে, সদরের বিনোদপুর, বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা, মোহাম্মদপুর এবং হাতিয়ার হরণী ও চানন্দী।’
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস