সেনবাগে ভোট স্থগিতের আবেদন দুই স্বতন্ত্র প্রার্থীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৩১ এএম, ১৫ জুন ২০২২

নোয়াখালীর সেনবাগে নৌকার সমর্থকদের বিরুদ্ধে ভোট ডাকাতি ও হামলার অভিযোগ তুলে ভোট বর্জন করে স্থগিতের আবেদন করেছেন ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

বুধবার (১৫ জুন) সকাল ১০টায় স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন মিয়াজী (আনারস) ও বেলা ১১টায় মো. আবুল খায়ের (রজনীগন্ধা) সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

মো. কামাল উদ্দিন মিয়াজী বলেন, আমি প্রার্থী হয়েও বাড়ি থেকে বের হতে পারছি না। কেন্দ্রে আমার কোনো এজেন্ট নেই। নৌকার লোকজন আমার ভোটারদেরকে কেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছে। কেন্দ্রের মধ্যে প্রার্থীসহ আওয়ামী লীগের লোকজন নিজেরাই ইভিএমে নৌকায় টিপ দিচ্ছেন। এমতাবস্থায় আমি প্রহসনের এ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

এদিকে মো. আবুল খায়ের বলেন, সকাল সাড়ে ৬টার দিকে নৌকার লোকজন অতর্কিত হামলা চালিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আমার মালিকানাধীন সেবারহাট মেডিকেল সেন্টারে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে বুথে দাঁড়িয়ে নৌকায় টিপ মারছে। ১, ২ ও ৩নং ওয়ার্ডসহ বেশ কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিতের আবেদন করেছি।

অভিযোগের বিষয়ে জানতে ওই ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলম ভুইয়া রিগানকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

তবে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, পুলিশের দায়িত্ব কেন্দ্রের বাইরের পরিবেশ দেখা। আর কেন্দ্রের ভেতরটা দেখবে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ভোট বর্জনের মতো পরিবেশ হয়নি বলেও দাবি করেন এসপি।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।