মদনে ভাইস চেয়ারম্যান হলেন মুফতি আনোয়ার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৫ জুন ২০২২

নেত্রকোনার মদনে উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মুফতি আনোয়ার হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তালা প্রতীকে তিনি পেয়েছেন ৮৩৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ সোহাগ মাইক প্রতীকে পেয়েছেন ৭৬৩৬ ভোট।

রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ বুধবার (১৫ জুন) রাতে এ ফল ঘোষণা করেন।

এবার উপজেলার ৪৫ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা তাঁতী লীগের সভাপতি তোফায়েল আহমেদ জয়ী হন। কিন্তু গত ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ২০২১ সালের ৭ ডিসেম্বর পদত্যাগ করেন। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান পদটি শূন্য হয়।

এইচ এম কামাল/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।