নির্বাচনে হেরে গেলেন ‘কুয়াকাটা হুজুর’র বাবা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১০:২৯ পিএম, ১৫ জুন ২০২২

পটুয়াখালীর কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ৩৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন কুয়াকাটা হুজুর খ্যাত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকের বাবা মোসলেম উদ্দিন মুছা মুসল্লি।

বাংলাদেশ ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের হয়ে হাতপাখা প্রতীকে নির্বাচন করেন মোসলেম উদ্দিন।

বাবাকে জয়ী করতে দিনভর প্রচারণায় ব্যস্ত ছিলেন হাফিজুর রহমান সিদ্দিক। তার সঙ্গে ছিলেন দুই সহোদর হাবিবুর রহমান মেজবাহ ও মাহফুজুর রহমান জাবের।

jagonews24

লতাচাপলী ইউনিয়নে ৬ হাজার ১১০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আনছার উদ্দিন মোল্লা।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম (আনারস) ৪ হাজার ৭২২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

এদিকে পার্শ্ববর্তী ইউনিয়ন ধুলাস্বারে নৌকা প্রতীকের চেয়ে ১৩৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন হাতপাখার প্রার্থী আ. রহিম।

কলাপাড়ার দুটি ইউনিয়নে মোট ভোটার ৩২ হাজার ২২৫ জন। যার মধ্যে ১৬ হাজার ৪৬৭জন পুরুষ ও ১৫ হাজার ৭৫৮ জন নারী।

নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ মেম্বার পদে ৬১ এবং সংরক্ষিত নারী মেম্বার পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।